সপ্তাহে ৫০ টাকা বেড়ে পেঁয়াজ, সাধারণ মানুষের বাজেটে চাপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১১:১৯

ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৫০ টাকা! রান্নাঘরের এই অপরিহার্য উপাদান এখন ভোক্তার বাজার বাজেটে কড়া ধাক্কা দিয়েছে। গত সপ্তাহের শুরুতে যেখানে স্থানীয় পেঁয়াজ ছিল কেজিপ্রতি ৪৫-৫০ টাকা, এখন তা দাঁড়িয়েছে ৯০-১০০ টাকায়! তুলনায় সবচেয়ে সস্তা সবজি এখন আলু – ৫ কেজি আলুর দামে মিলছে মাত্র ১ কেজি পেঁয়াজ।

ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টি, সরবরাহ সংকট এবং মার্চ থেকে আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে। মৌসুম শেষ হওয়ায় দেশি পেঁয়াজের সরবরাহও কম। পরিবহন খরচ বেড়ে যাওয়াও প্রভাব ফেলেছে।

অন্যদিকে ভোক্তারা বলছেন, এটি সিন্ডিকেটের কারসাজি ও অযৌক্তিক মুনাফা আদায়ের ফল। ক্যাবের অভিযোগ—কৃষকের হাত থেকে পণ্য ছাড়ার পর আড়তদার ও মধ্যস্বত্বভোগীরা দাম নিয়ন্ত্রণে নেয়, আর বাজার মনিটরিং দুর্বল থাকায় তারা সুযোগ নেয়। টিসিবি’র তথ্য অনুযায়ী, এক মাসে পেঁয়াজের খুচরা দাম বেড়েছে ৩৩ শতাংশ। অথচ প্রকৃত সংকট তেমন নেই বলেই দাবি সংশ্লিষ্টদের।

বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে—ভারতসহ যেকোনো দেশ থেকে। এছাড়া টিসিবির মাধ্যমে কম দামে বিক্রির উদ্যোগও নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ—তাৎক্ষণিক আমদানির পাশাপাশি বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। নইলে ভোক্তার কষ্ট আরও দীর্ঘস্থায়ী হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top