ইসরায়েলের প্রতি তুরস্কের কড়া বার্তা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৮:৪২

সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় পুনরায় অস্থিরতা দেখা দিতে পারে। তিনি অভিযোগ করেন, কিছু ইসরায়েলি নেতা যুদ্ধবিরতির আড়ালে নতুন সহিংসতার মঞ্চ তৈরি করার চেষ্টা করছেন।

আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাখনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, “সারা বিশ্বের সামনে যে অন্যায় চলছে, সেটি রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কড়া পদক্ষেপ নেওয়া উচিত।” তিনি আরও বলেন, গাজায় টেকসই শান্তি বজায় রাখতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মানতে হবে।

এদিকে, সাখনা জানান, গাজার মানবিক অবস্থা ভয়াবহ, তাই ইসরায়েলের ওপর চাপ বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তিনি বলেন, এস্তোনিয়া দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষেই আছে এবং ইউএনআরডব্লিউএয়ের মাধ্যমে মানবিক সহায়তা পাঠাচ্ছে।

ফিদান সরাসরি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ভেঙে গাজায় গণহত্যা পুনরায় শুরু করার অজুহাত খুঁজছেন। তুরস্ক এই মুহূর্তে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top