রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রাচীন মিশরের মহাজাদুঘর ‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’ উদ্বোধন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৩:২১

ছবি: সংগৃহীত

মিশরের খুফুর গ্রেট পিরামিডের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে দ্যা গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম (GEM)। এটি বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে পরিচিত। এখানে এক লাখেরও বেশি প্রত্নসামগ্রী সংরক্ষিত রয়েছে, যা প্রাক-রাজবংশীয় সময় থেকে গ্রীক ও রোমান যুগ পর্যন্ত সাত হাজার বছরের ইতিহাসকে প্রতিফলিত করে।

বিশেষ আকর্ষণ হলো বালক সম্রাট তুতেনখামুনের অক্ষত সমাধি থেকে পাওয়া পুরো সংগ্রহের একসঙ্গে প্রদর্শনী। ব্রিটিশ মিশরবিদ হাওয়ার্ড কার্টার ১৯২২ সালে এটি আবিষ্কারের পর প্রথমবার সব সামগ্রী একসঙ্গে দেখা যাচ্ছে। প্রদর্শনীর মধ্যে রয়েছে তুতেনখামুনের সোনার মুখোশ, সিংহাসন, রথ ও অন্যান্য মূল্যবান সামগ্রী।

আন্তর্জাতিক মিশরবিদ সমিতির সভাপতি ডঃ তারেক তওফিক বলেন,
"আমার লক্ষ্য ছিলো পুরো সমাধি সংগ্রহ প্রদর্শন করা, যাতে এটি শত বছর আগে হাওয়ার্ড কার্টার যেভাবে পেয়েছিলেন, তেমনভাবেই দর্শকরা দেখতে পারেন।"

৭০টি ফুটবল মাঠের সমান আয়তনের এই জাদুঘরটি প্রাচীন মিশরীয় লিপি খোদাই করা দেয়াল, পিরামিড আকৃতির প্রবেশদ্বার ও ত্রিভুজাকার অ্যালাবাস্টার নকশা দিয়ে সজ্জিত। জাদুঘরের মধ্যে রয়েছে ৩২০০ বছরের পুরনো রামেসিস দ্য গ্রেটের মূর্তি এবং প্রাচীন রাজা ও রাণীদের মূর্তি।

নির্মাণ শুরু হয় ২০০৫ সালে, তবে আরব বসন্ত, কোভিড মহামারি এবং আঞ্চলিক যুদ্ধের কারণে প্রকল্পটি দেরিতে শেষ হয়। মোট খরচ প্রায় ১.২ বিলিয়ন ডলার। প্রতি বছর প্রায় ৮০ লাখ দর্শক এখানে ঘুরতে আসতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ডঃ জাহিদ হাওয়াস বলেন,
"এখন আমাদের চাওয়া উচিত চুরি করা প্রত্নবস্তু কেনা বন্ধ করা এবং বিদেশে থাকা গুরুত্বপূর্ণ মিশরীয় প্রত্নসামগ্রী যেমন রোসেটা স্টোন, ডেনডেরা জোডিয়াক এবং নেফারতিতির আবক্ষ মূর্তি ফেরত আনা।"



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top