সুদানে চরম মানবিক সংকট: মাইলের পর মাইল দৌড়াচ্ছে মানুষ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৩:২২
সুদানের এল-ফাশার শহরে ভয়াবহ মানবিক সংকট। সংঘাত থেকে বাঁচতে হাজার হাজার পরিবার খাবার ও পানি ছাড়াই মাইলের পর মাইল পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে। এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।
ইউনিসেফ জানিয়েছে, এল-ফাশার থেকে তাওইলা শহরের দীর্ঘ ৬০ কিলোমিটারেরও বেশি রাস্তা পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে হাজার হাজার মানুষকে। এই কঠিন পরিস্থিতিতে বেশিরভাগই নারী ও শিশু।
ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ আবুবকর আহমেদ জানিয়েছেন, বাস্তুচ্যুতরা চার থেকে পাঁচ দিন ধরে হেঁটেছেন। তারা ক্লান্ত, ক্ষুধার্ত এবং গুরুতর অপুষ্টিতে ভুগছেন। এদের মধ্যে অনেক শিশু পরিবার ছাড়াই এই পথ পাড়ি দিয়েছে।
পালিয়ে আসা মানুষগুলো পথে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তাদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। জানা যায়, আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ শহর দখলের পরই এই বাস্তুচ্যুতি শুরু হয়।
এল-ফাশারে স্বাস্থ্যসেবার পরিস্থিতিও ভয়াবহ। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীরা মারা যাচ্ছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাত চলাকালীন ২৫ জন নারীকে ধর্ষণ এবং ৩০০ জনকে হত্যা করেছে আরএসএফ।
২০২৩ সালের এপ্রিল মাস থেকে শুরু হওয়া এই যুদ্ধে সুদানে প্রায় ২০ হাজার মানুষ নিহত এবং দেড় কোটিরও বেশি মানুষ শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। বিশ্ব সংস্থাগুলো অবিলম্বে মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।