মামদানিকে ওবামার সমর্থন! নিউ ইয়র্ক মেয়র প্রার্থীর প্রশংসায় সাবেক প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৮:১৪
নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির পাশে দাঁড়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মামদানি জয়ী হলে তাঁকে পরামর্শ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ওবামা। শনিবার (১ নভেম্বর) এক ফোনকলে ওবামা মামদানির নির্বাচনি প্রচারণারও প্রশংসা করেছেন বলে নিশ্চিত করেছেন মামদানির মুখপাত্র। মামদানি এই সমর্থনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
উগান্ডায় জন্মগ্রহণকারী মামদানি বর্তমানে মার্কিন স্টেট অ্যাসেম্বলি সদস্য। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে জরিপে বেশ এগিয়ে আছেন।
গত ২৪ জুন প্রাইমারিতে দাপুটে জয়লাভের পর থেকেই মার্কিন রাজনীতিতে তিনি আলোচনার কেন্দ্রে। তিনি এর আগে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসসহ আরও প্রভাবশালী নেতাদের সমর্থন পেয়েছেন।
মামদানির রাজনৈতিক অঙ্গীকারে রয়েছে— ধনী নাগরিকদের ওপর কর বৃদ্ধি, করপোরেট ট্যাক্স বাড়ানো এবং সরকারি ভর্তুকিতে আবাসন সুবিধা বাড়ানো। এই তরুণ নেতার উত্থান ডেমোক্র্যাটিক পার্টির জন্য তরুণ ভোটারদের আকৃষ্ট করার সুযোগ তৈরি করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।