ছাত্রীর প্রেমে পাগল শিক্ষক! মাতাল হয়ে পড়ে রইলেন স্কুলের বারান্দায়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৫:১৭
                                        ভারতের রাজস্থানে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিজের ছাত্রীর প্রেমে পাগল হয়ে পড়েন। পরে মাতাল অবস্থায় স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখা যায় তাকে। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থানের একটি বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ওই ছাত্রীকে বিশেষভাবে পছন্দ করতেন। ধীরে ধীরে বিষয়টি স্কুলের অন্য শিক্ষক-শিক্ষার্থীদের নজরে আসে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই শিক্ষক।
সহকর্মীরা স্কুলে এসে দেখেন, তিনি বারান্দায় মাতাল অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয় প্রশাসন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণমাধ্যমকে বলেন, “এমন ঘটনায় আমরা বিস্মিত। একজন শিক্ষকের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।”
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে শিক্ষকটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।