বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র! কে এই ডেমোক্র্যাট সমাজতান্ত্রিক মামদানি?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৫:১৯

সংগৃহীত

ইতিহাস সৃষ্টি করে নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি! মাত্র ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক নেতা কে? জেনে নিন তাঁর পরিচয়।

তিনি মাত্র কয়েক মাস আগে পর্যন্ত স্থানীয় রাজনীতির বাইরে খুব একটা পরিচিত ছিলেন না। কিন্তু এবার তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে তিনি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র হলেন।

মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়েরের সন্তান। সাত বছর বয়সে তিনি নিউইয়র্কে চলে আসেন এবং মেইনের বোডইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন। রাজনীতিতে আসার আগে তিনি হাউজিং কাউন্সেলর হিসেবে নিম্নআয়ের পরিবারকে সাহায্য করতেন।

২০২০ সালে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন। এই বছর তিনি সিরীয় শিল্পী রামা দুয়াজিকে বিয়ে করেন। বিশ্লেষকরা মনে করছেন, মামদানির এই জয় ডেমোক্র্যাটিক পার্টির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top