বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ট্রাম্পের প্রথম বড় পরীক্ষা: তিন নির্বাচনে বিপুল জয় পেল ডেমোক্র্যাটরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৫:৩১

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় রাজনৈতিক পরীক্ষায় ডেমোক্র্যাটরা বিপুল জয় পেয়েছেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত তিনটি গুরুত্বপূর্ণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা দারুণ ফলাফল করেছেন। সিএনএন বলছে, ব্যালটে ট্রাম্পের নাম না থাকলেও, এই নির্বাচনগুলো ছিল তাঁর জন্য এক ধরনের ‘অদৃশ্য পরীক্ষা’।

নিউইয়র্কের মেয়র নির্বাচনে বিপুল জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি, যিনি হলেন শহরের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও সর্বকনিষ্ঠ মেয়র। অন্যদিকে, নিউজার্সিতে গভর্নর পদে জয়ী হচ্ছেন ডেমোক্র্যাট মাইকি শেরিল, যিনি হবেন অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর। ভার্জিনিয়াতেও ডেমোক্র্যাট প্রার্থী এবিগেইল স্প্যানবার্গার জয়ী হচ্ছেন, যিনি হচ্ছেন ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর।

যদিও মামদানি নির্বাচিত হলে কেন্দ্রীয় তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও, এই তিনটি ব্লু স্টেটে ডেমোক্র্যাটদের এই জয় প্রমাণ করল, ট্রাম্প প্রথম বড় পরীক্ষায় হেরে গেছেন। এই ফলাফলগুলি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন রাজনীতির গতিপথ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top