মামদানির চমক: সাবেক গভর্নরকে হারিয়ে প্রথম মুসলিম মেয়র
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৭:২৮
ইতিহাস সৃষ্টি হলো! ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। নানা দিক থেকে তাঁর এই জয় ব্যতিক্রমী। তিনি হলেন শহরের প্রথম মুসলিম মেয়র, আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি এবং ১৮৯২ সালের পর সর্বকনিষ্ঠ মেয়র। মাত্র ৩৪ বছর বয়সে তাঁর এই উত্থান এক অসাধারণ ঘটনা!
গতকাল অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া-কে পরাজিত করে ইতিহাস গড়েছেন। প্রায় কোনো পরিচিতি, সীমিত অর্থ আর দলীয় সমর্থন ছাড়াই তাঁর এই জয়কে অভাবনীয় বলে বিবেচনা করা হচ্ছে। এবার প্রায় ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন, যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি।
নির্বাচনী প্রচারণায় তাঁর মূল অঙ্গীকার ছিল জীবনযাত্রার ব্যয় কমানো। তিনি ভাড়াবৃদ্ধি স্থগিত, বিনামূল্যে গণপরিবহন এবং সব শিশুর জন্য সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। এই কর্মসূচিগুলোর অর্থায়নের জন্য ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব করেছেন। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি আর তার ব্যক্তিত্ব তাঁকে দ্রুত জনপ্রিয় করে তোলে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।