যুক্তরাষ্ট্রে ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত, অন্তত ৭ নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৯
যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে উড্ডয়নের সময় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর অ্যান্ডি বেসিয়ার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গভর্নর বেসিয়ার জানান, সোয়া ৫টার দিকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, এতে থাকা তিন ক্রু সদস্যও নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন, তাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, মৃতের সংখ্যা বাড়তে পারে।
বার্তা সংস্থা এএফপির ছবি থেকে দেখা গেছে, দুর্ঘটনার স্থানে ঘন কালো ধোঁয়া উড়ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে থাকা বিপুল পরিমাণ জ্বালানির কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে।
বিধ্বস্ত বিমানটি পণ্য পরিবহন কোম্পানি ইউপিএসের। বিমানটি হাওয়াই যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল এবং বিধ্বস্ত হওয়ার সময় এতে প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি ছিল। তবে বিমানটি কী ধরনের পণ্য বহন করছিল, তা এখনও জানা যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।