নিয়ন্ত্রণের বাইরে সুদানের পরিস্থিতি, যুদ্ধবিরতি নিয়ে বৈঠক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৮:৪১
মিসরে সুদানের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লিগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের আফ্রিকাবিষয়ক দূত মাসাদ বুলোস। বৈঠকে উভয়পক্ষের সঙ্গে মানবিক যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি স্থাপনের জন্য সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সুদানের আরএসএফের (র্যাপিড সাপোর্ট ফোর্সেস) এল-ফাশ দখলের পর দেশটিতে বড় ধরনের হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটপাট, মানবাধিকার লঙ্ঘন এবং সাহায্যকর্মীদের ওপর হামলার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানিয়েছে, এসব ঘটনা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কাতারে এক ফোরামে বলেন, ‘দুই পক্ষকে এখনই আলোচনায় বসে সহিংসতার এই দুঃস্বপ্ন শেষ করতে হবে।’
সাম্প্রতিক ঘটনায় সুদানের উত্তর করদোফান রাজ্যে ড্রোন হামলায় নারী-শিশুসহ ৪০ জন নিহত হয়েছেন। গত সোমবার আরএসএফ রাজ্যটির আল-লুয়াইব গ্রামে এ হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সেনা-সমর্থিত প্রশাসন মঙ্গলবার বৈঠক করবে। সরকারি সূত্র জানিয়েছে, ‘নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল আজ যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা করবে।’ গত দুই বছরে এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সাম্প্রতিক দিনে সংঘাত এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে বড় ধরনের মানবিক বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, আধা-সামরিক বাহিনী আরএসএফ দারফুর অঞ্চলের শেষ সেনা ঘাঁটি এল-ফাশ দখলের পর করদোফান অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।