বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়লেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৮:৫১

সংগৃহীত

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে চ্যালেঞ্জ জানিয়ে সমর্থকদের মধ্যে রীতিমতো উত্তেজনা সৃষ্টি করেছেন। ব্রুকলিনের প্যারামাউন্টে নির্বাচনী বিজয়ী ভাষণে তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি মুখোমুখি হন এবং কড়া মন্তব্য করেন।

৩৪ বছর বয়সী মামদানি বলেন, যদি কোনো শহর ডোনাল্ড ট্রাম্পের মতো এক নেতা দ্বারা প্রতারিত জাতিকে শেখাতে পারে কীভাবে তাকে হারাতে হয়, তবে তা হলো নিউইয়র্ক, সেই শহর যা ট্রাম্পকে জন্ম দিয়েছে। তিনি যোগ করেন, কোনো স্বৈরশাসককে হারানোর একমাত্র উপায় হলো সেই ব্যবস্থাকে ভেঙে ফেলা, যা তাকে ক্ষমতায় যেতে সাহায্য করেছে।

মামদানির ভাষণে আরও বলা হয়, তাঁর প্রশাসন জমি ও বাড়ির মালিকদের জবাবদিহিতার আওতায় আনবে, শ্রমিক ইউনিয়নের পাশে থাকবে এবং শহরের ভাড়াটিয়াদের অধিকার রক্ষা করবে।

সবচেয়ে জোরালো মুহূর্ত আসে যখন তিনি ঘোষণা করেন, নিউইয়র্ক অভিবাসীদের শহর হিসেবে থাকবেন। তিনি বলেন, “নিউইয়র্ক হবে অভিবাসীদের হাতে গড়া, অভিবাসীদের শক্তিতে চালিত, আর আজ রাত থেকে অভিবাসীর নেতৃত্বে।”

মামদানির এই বক্তব্যের পর সমর্থকদের করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। ট্রাম্প আগে মামদানিকে কমিউনিস্ট ও পাগল বলে উপহাস করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন যে, মেয়র হিসেবে দায়িত্ব নিলে শহরকে কেন্দ্রীয় তহবিল থেকে বঞ্চিত করা হতে পারে। তবে এসব হুমকি মামদানির বিজয়কে আটকাতে পারেনি।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top