বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুতে নতুন মোড়! খুনের অভিযোগে তদন্তে আসাম পুলিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১০:২৯

ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ে নেমে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। প্রথমে ধারণা করা হয়েছিল এটি একটি দুর্ঘটনা, তবে সময়ের সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

এবার সেই মৃত্যুকে ঘিরে নতুন মোড় এসেছে। আসাম পুলিশের বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন — “জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনাজনিত নয়, এটি একটি পরিকল্পিত খুন।”

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান,

“বিদেশে কোনো ঘটনা ঘটলে চার্জশিট জমা দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি প্রয়োজন। আমি রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। শিগগিরই অনুমতি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিশেষ তদন্তকারী দল (SIT) আগামী ৩–৪ দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবে। অনুমতি পেলে ৮ ডিসেম্বরের মধ্যেই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এরই মধ্যে তদন্তে উঠে এসেছে নতুন কিছু তথ্য। জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্র, অপরাধমূলক কর্মকাণ্ড ও অনিচ্ছাকৃত হত্যাসহ ৬০টি ধারায় মামলা দায়ের হয়েছে।

এদিকে সংগীতশিল্পীর মৃত্যুর পর পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

  • ২৫ সেপ্টেম্বর গ্রেফতার হন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী।

  • ১ অক্টোবর গ্রেফতার করা হয় ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে।

  • ৩ অক্টোবর গ্রেফতার হন টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্ত এবং তার চাচাতো ভাই।

আসাম পুলিশ ইতিমধ্যে শ্যামকানু মহন্ত ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছে।

এদিকে জুবিনের মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত তার শেষ ছবি ‘রই রই বিনালে’ দর্শকের চোখের জলে রেকর্ড গড়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top