বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

বসনিয়ায় নার্সিংহোমে আগুনে ১১ জন নিহত, আহত ৩০

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১১:৪৫

ছবি: সংগৃহীত

বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তুজলার একটি নার্সিংহোমে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন দমকল কর্মী ও তিনজন পুলিশ সদস্য রয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এই খবরটি সারাজেভো থেকে বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, আগুন মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে তুজলা শহরের নার্সিংহোম ভবনের সপ্তম তলায় লেগে এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে ভবনের অনেক বাসিন্দা, যারা শয্যাশায়ী এবং অসুস্থ ছিলেন, আগুনে ধোঁয়া ও শিখায় ফাঁস হয়ে যান।

স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, নার্সিংহোম ভবনের উপরের তলার জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে।

এ পর্যন্ত আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top