বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

দক্ষিণ–পূর্ব এশিয়ার ঝলমলে দ্বীপ রাষ্ট্র:সিঙ্গাপুর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১২:০১

সংগৃহীত

দক্ষিণ–পূর্ব এশিয়ায় অবস্থিত ছোট্ট দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম উন্নত ও পরিচ্ছন্ন দেশ। একসময় এটি ছিল একটি জেলে রাষ্ট্র, আর আজ তা পরিণত হয়েছে আধুনিক প্রযুক্তি ও শৃঙ্খলার প্রতীক হিসেবে পরিচিত এক পর্যটন স্বর্গে।

পর্যটকদের কাছে সিঙ্গাপুর মানেই পরিষ্কার–পরিচ্ছন্নতা, শৃঙ্খলা আর অনন্য সৌন্দর্যের শহর। এখানে ঘুরতে গেলে মনে হবে যেন আধুনিকতার সঙ্গে প্রকৃতির নিখুঁত মেলবন্ধন ঘটেছে।

ভিসা ও যাত্রা প্রস্তুতি

সিঙ্গাপুর ভিসা প্রসেসিং নিজে করলে খরচ পড়ে প্রায় আড়াই হাজার টাকা, আর এজেন্টের মাধ্যমে করলে খরচ বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ হাজার টাকা।

ভ্রমণের আগে অনলাইনে Arrival Card পূরণ করা যায়, আবার চাইলে বিমানবন্দরে গিয়েও করা সম্ভব।

এয়ারপোর্টে পৌঁছেই পর্যটকরা সহজেই সিম কার্ড কিনে নিতে পারেন, যাতে যোগাযোগ রাখা সহজ হয়। পাশাপাশি ট্যুরিস্ট পাস, ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করে সহজে যাতায়াত করা যায়।

থাকার ব্যবস্থা

থাকার জন্য সিঙ্গাপুরে অসংখ্য হোটেল ও রিসোর্ট রয়েছে। তবে পর্যটকদের কাছে বুগিজ এলাকা বেশ জনপ্রিয়। এখানকার হোটেলগুলোতে আধুনিক সুযোগ–সুবিধা রয়েছে, এমনকি ‘পুশ শাওয়ার’-এর ব্যবস্থাও আছে। কাছেই রয়েছে এমআরটি স্টেশন, যা ভ্রমণকে আরও সুবিধাজনক করে তোলে।

ব্যয়বহুল হলেও স্মরণীয় অভিজ্ঞতা

সিঙ্গাপুর একটি ব্যয়বহুল দেশ। প্রায় সব পর্যটনস্থলে প্রবেশের জন্য টিকিট লাগে, তবে অভিজ্ঞতাগুলো সত্যিই স্মরণীয়। বিমানবন্দরে নামার পরই চোখে পড়বে বিশ্বের বৃহত্তম ইনডোর জলপ্রপাত ‘জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট’। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা এই স্থান প্রতিদিনই পর্যটকে ভরে থাকে।

ঐতিহ্যের ছোঁয়া

আরব স্ট্রিট এলাকায় অবস্থিত সুলতান মসজিদ, যা নির্মিত হয় ১৮২৪ সালে। এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের এক কেন্দ্রবিন্দু। আশেপাশে রয়েছে তুর্কি ও মধ্যপ্রাচ্যের নানা রকম হালাল খাবারের দোকান, আর দেয়ালে শোভা পাচ্ছে নান্দনিক ক্যালিগ্রাফি।

আধুনিকতার সঙ্গে প্রকৃতির সংমিশ্রণ

বিশ্ববিখ্যাত গার্ডেনস বাই দ্য বে প্রায় ২৫০ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে রয়েছে বিশাল ‘সুপারট্রি গ্রোভ’, আলোকসজ্জা আর সংগীতের মনোমুগ্ধকর সমন্বয়ে যা প্রতিদিনই পর্যটকদের মুগ্ধ করে।

সিঙ্গাপুর শুধু একটি দেশ নয়, এটি এক অভিজ্ঞতা — যেখানে প্রযুক্তি, সংস্কৃতি ও প্রকৃতি হাত ধরাধরি করে এগিয়ে চলছে আধুনিকতার পথে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top