ইলন মাস্ক-ট্রাম্পের বিরোধিতা উপেক্ষা করে জিতলেন জোহরান মামদানি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১২:৫৮
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহাসিক বিজয়! জোহরান মামদানি হলেন নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র এবং ১৮৯২ সালের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ মেয়র। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট প্রার্থী শ্রমিক ও স্বল্প আয়ের মানুষের ভোটে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দুই লাখ বেশি ভোট পান।
তবে এই জয় সহজ ছিল না। ইলন মাস্কের মতো ধনকুবের এবং খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। গাজায় ইসরায়েলের আগ্রাসনের কঠোর সমালোচনার কারণে ইহুদি লবির বিরোধিতাও তাঁকে মোকাবিলা করতে হয়েছে।
সিরীয় বংশোদ্ভূত স্ত্রী এবং ভারতীয় বংশোদ্ভূত মা-বাবার এই সন্তান যুক্তরাষ্ট্রের পুরো রাজনৈতিক বন্দোবস্তকে চ্যালেঞ্জ করে জিতেছেন। মোদি-বিরোধী মামদানিকে সমর্থন দিয়েছেন বার্নি স্যান্ডার্সসহ বহু ভারতীয় অভিবাসী।
বিজয়ের পর মামদানি তাঁর ভাষণে নিউইয়র্ককে 'রাজনৈতিক অন্ধকারে আলোর ঝিলিক' হিসেবে বর্ণনা করেন। তিনি ট্রাম্পের উদ্দেশে বলেন, আপনাকে শুধু চারটি শব্দ বলতে চাই— ভলিউমটা একটু বাড়িয়ে নিন। তবে ট্রাম্পের ফেডারেল তহবিল বন্ধের ঘোষণা এবং গভর্নরের বিরোধিতা– মামদানির সামনে এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের আসল চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।