নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি রামা দুয়াজি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, ১৪:৩২
নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হতে যাচ্ছেন ২৮ বছর বয়সী রামা দুয়াজি। মঙ্গলবার রাতে মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তার স্বামী জোহরান মামদানি ও রামা দুয়াজি আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিজয়ী ভাষণে স্ত্রীকে পাশে নিয়ে মামদানি বলেন,
"আর আমার অসাধারণ স্ত্রী, রামা, হায়াতি — এই মুহূর্তে এবং প্রতিটি মুহূর্তে আমি তার চেয়ে বেশি আর কাউকে পাশে চাই না।"
উল্লেখ্য, আরবি শব্দ ‘হায়াতি’ এর অর্থ “আমার জীবন”।
সিরীয় বংশোদ্ভূত রামা দুয়াজি নিউইয়র্কভিত্তিক একজন চিত্রশিল্পী, যার শিল্পকর্মে প্রায়ই মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ও অভিবাসী জীবনের চিত্র উঠে আসে। তার কাজ স্থান পেয়েছে বিবিসি নিউজ, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, ভাইস, এবং লন্ডনের টেট মডার্ন জাদুঘরে।
রামার সাফল্যের প্রশংসা করে মামদানি চলতি বছরের ১২ মে এক পোস্টে লিখেছিলেন,
"রামা শুধু আমার স্ত্রী না, তিনি একজন অসাধারণ শিল্পী যিনি নিজ যোগ্যতায় পরিচিত হওয়ার দাবিদার।"
সেই পোস্টেই তিনি তিন মাস আগে তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর জানান।
রামা দুয়াজি মজার ছলে মন্তব্য করেন,
"ওএমজি, সে আসলেই আছে!"
ডেটিং অ্যাপ হিঞ্জ-এর মাধ্যমে রামা দুয়াজি ও জোহরান মামদানির পরিচয় হয়েছিল। এখন তারা নিউইয়র্ক সিটির নতুন নেতৃত্বের সবচেয়ে আলোচিত দম্পতি হিসেবে আলোচনায় রয়েছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।