শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ডায়াবেটিস বা স্থূলতা? এই রোগ থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৩:৩০

সংগৃহীত

মার্কিন ভিসাপ্রার্থীদের জন্য এলো ট্রাম্প প্রশাসনের নতুন ও কড়া নির্দেশনা। ডায়াবেটিস বা স্থূলতার মতো স্বাস্থ্য সমস্যা থাকলেও বাতিল হতে পারে ভিসার আবেদন।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন এই নির্দেশিকা জারি করেছে। এটি মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে পাঠানো হয়েছে।

নতুন এই নিয়মে বলা হয়েছে, এ ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের জন্য ‘পাবলিক চার্জ’ বা অর্থনৈতিকভাবে বোঝা হয়ে উঠতে পারেন।

ভিসা কর্মকর্তাদের এখন নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনকারীর চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য আছে কিনা, তা অবশ্যই মূল্যায়ন করতে হবে।

অলাভজনক আইনি সংস্থা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের অ্যাটর্নি চার্লস হুইলার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চিকিৎসা মূল্যায়নের ক্ষমতা ভিসা কর্মকর্তাদের ওপর ন্যস্ত করাটা ঠিক নয়।

নির্দেশিকায় আবেদনকারীর পরিবারের নির্ভরশীল সদস্য, যেমন— সন্তান বা প্রবীণ অভিভাবকের কোনো শারীরিক অক্ষমতা আছে কিনা, তাও বিবেচনা করার কথা বলা হয়েছে।

নতুন নিয়মের মূল লক্ষ্য হলো, স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে এসে যেন দীর্ঘমেয়াদি সেবার প্রয়োজন ছাড়াই জীবন যাপন করতে পারেন এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয় না করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top