শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আত্মসমর্পণে বাধ্য করে ইরান’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৭

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধ ইরানের ক্ষমতা ও প্রতিরোধের প্রমাণ বহন করছে। ইসরায়েল, মার্কিন সমর্থন নিয়ে ইরানের সামরিক শক্তি দুর্বল করতে পরিকল্পনা করেছিল, কিন্তু ইরানের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে পাল্টা হামলা শত্রুদের জন্য অবিশ্বাস্য ধাক্কা হয়ে দাঁড়ায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার বলেছেন, শত্রুরা ভাবতে পারেনি ইরান এত দ্রুত ও নিখুঁতভাবে পাল্টা হামলা চালাবে। “তাদের বুকে কম্পন ধরে যায় এবং তারা নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য বাধ্য হয়। প্রথম থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আত্মসমর্পণের বার্তা পাঠাতে থাকে। এক পর্যায়ে প্রকাশ্যেই ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দিয়েছিলেন,” বলেন আরাগচি।

তিনি আরও জানান, শত্রুরা দুই-তিন দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণ করবে ভেবেছিল, কিন্তু আয়াতুল্লাহ আলি খামেনির দৃঢ়তা ও নেতৃত্বে ইরান দ্রুত সেনাবাহিনী পুনর্গঠন করে যুদ্ধের ময়দানে ফিরে আসে।

জুনের ওই যুদ্ধে ইরান একাধিক স্থাপনায় নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আতঙ্ক সৃষ্টি করেছিল। ইসরায়েলি নাগরিকরা বাঙ্কারে আশ্রয় নিয়েছিল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও নিরাপত্তার জন্য বাঙ্কারে ছিলেন।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top