শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

শাটডাউনে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, নিরাপত্তা নিয়ে উদ্বেগ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৬:০৮

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের মারাত্মক প্রভাব পড়ল বিমান চলাচলে। নিরাপত্তা উদ্বেগের জেরে বাতিল করা হলো শত শত ফ্লাইট।

দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ-এর নির্দেশে শুক্রবার (৭ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। প্রায় ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রাথমিকভাবে ৭০০টি ফ্লাইট বাতিল হয়েছে, যা অভ্যন্তরীণ ফ্লাইটের প্রায় চার শতাংশ। অচলাবস্থা চললে নভেম্বরের মাঝামাঝি বাতিলের হার ১০ শতাংশে পৌঁছাতে পারে।

আমেরিকান এয়ারলাইনসের সিইও রবার্ট আইসম জানান, পরিস্থিতি দীর্ঘায়িত হলে যাত্রীদের ভোগান্তি বাড়বে। শুধু শুক্রবারই আমেরিকান এয়ারলাইনসের ২২০টি ফ্লাইট বাতিলের ফলে প্রায় ১২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শাটডাউনের কারণে ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার নিরাপত্তা কর্মী বর্তমানে বিনা বেতনে কাজ করছেন। পরিবহন সচিব শন ডাফি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পাইলটদের কাছ থেকে অভিযোগ আসছে, নিয়ন্ত্রণ কক্ষে প্রতিক্রিয়া ধীর হচ্ছে এবং কন্ট্রোলাররা তীব্র চাপে রয়েছেন।

এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, প্রতিদিন ২০ থেকে ৪০ শতাংশ কন্ট্রোলার কাজে আসছেন না। শুক্রবারও ছয়টি বিমানবন্দরে কন্ট্রোলার অনুপস্থিতির কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অচলাবস্থা চললে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশপথে বড় ধরনের সংকট সৃষ্টি হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top