রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

বেঙ্গালুরুর জেলে বন্দিদের ‘লাক্সারি’ জীবন, ভিডিও ভাইরাল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১১:৪৪

ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর পারাপ্পানা আগরাহারা কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের এক অদ্ভুত জীবনযাপনের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বন্দিরা আরামে বিছানায় শুয়ে টিভি দেখছেন। প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করে কারও সঙ্গে কথাও বলছেন।

দুই বন্দি—তরুণ কোন্ডারু রাজু এবং উমেশ রেড্ডি—বাড়তি সুবিধা ভোগ করার অভিযোগে বিতর্কের মুখে পড়েছেন। সূত্রের খবর, তাদের কক্ষে টিভি, অ্যান্ড্রয়েড ফোন এবং পছন্দের খাবার সরবরাহ করা হচ্ছে। ভাইরাল ভিডিওতে উমেশ রেড্ডি মোবাইল ফোনে কথা বলছেন, তার কক্ষে টিভিও রয়েছে।

কোন্ডারু রাজুর বিরুদ্ধে অভিযোগ, ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪ কেজি সোনা সহ ধরা পড়েন তিনি। সেই সময় রান্যা রাও নামে কন্নড় অভিনেত্রীর সঙ্গে তার সোনার পাচার সিন্ডিকেটের সংযোগ ধরা পড়ে।

উমেশ রেড্ডির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। আদালতের নির্দেশে তিনি জেল খাটছেন, তবে ভিডিওতে দেখা যাচ্ছে জেলের মধ্যে তিনি বিশেষ সুবিধা ভোগ করছেন।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন কারা বিভাগের ডিজি বি দয়ানন্দ। তবে ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top