ইউক্রেনে ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বড় হামলা, বহু হতাহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১২:৩৮
ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর চালানো এই হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া রাতভর ৪৫০টিরও বেশি ড্রোন এবং ৪৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলায় অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে।
ডনিপ্রোতে চলছে উদ্ধার অভিযান। সেখানে একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানার পর এ পর্যন্ত ১১ জন আহত এবং দুর্ভাগ্যবশত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া খারকিভ অঞ্চলে আরও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আল জাজিরার খবর অনুযায়ী, রুশ হামলায় কমপক্ষে ১১ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন। ডনিপ্রোতে এখনো দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
জেলেনস্কির মতে, ড্রোনগুলো ডনিপ্রোপেট্রোভস্ক, কিরোভোহ্রাদ, মাইকোলাইভ এবং ওডেসা অঞ্চলজুড়ে আবাসিক এলাকা, জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য বেসামরিক স্থানগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
ইউক্রেনের পক্ষ থেকে এমন দাবি করা হলেও, রুশ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।