বিবিসিকে 'প্রোপাগান্ডা মেশিন' বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৩:৪৬
ডোনাল্ড ট্রাম্পের প্রেসসচিব ক্যারোলিন লেভিট ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ এবং ‘প্রোপাগান্ডা মেশিন’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাজ্যের করদাতারা জোরপূর্বক একটি ‘বামপন্থী প্রচারণাযন্ত্রের’ বিল পরিশোধ করছেন। তিনি বলেন, যুক্তরাজ্যে সফরের সময় বিবিসির খবর দেখলে তার দিনটাই নষ্ট হয়ে যায়।
লেভিটের এই মন্তব্য আসে এমন সময়, যখন ফাঁস হওয়া নথিতে অভিযোগ ওঠে— বিবিসি তাদের প্যানোরমা প্রামাণ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণের সম্পাদনা বিকৃত করেছে। প্রামাণ্যচিত্রটিতে ট্রাম্পের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছিল।
নথিতে বলা হয়, ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল হিলে সরাসরি লড়াই করতে বলেননি, অথচ সম্পাদনার মাধ্যমে সেই ভুল বার্তা দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিবিসি অবশ্য এই ফাঁস হওয়া নথি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে সংসদীয় কমিটিতে পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া জানানোর কথা বলেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।