রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

ভারতে চলন্ত ট্রেনে ঢুকে পড়ল ঈগল, চালক আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৩:৫৮

সংগৃহীত

মধ্য আকাশে নয়, এবার ঘটনা ঘটল চলন্ত ট্রেনে। শনিবার (৮ নভেম্বর) জম্মু ও কাশ্মীরের আনন্তনাগ জেলায় একটি ট্রেনে ঢুকে পড়ল একটি ঈগল, যা ট্রেনের চালককে আহত করেছে।

স্থানীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, বারামুল্লা-বানিহাল রুটের একটি ট্রেনে বিজবেহারা ও আনন্তনাগ স্টেশনের মাঝামাঝি এলাকায় ঈগলটি চালকের কেবিনে প্রবেশ করে। এতে সামনের কাচ ভেঙে একটি বড় গর্ত তৈরি হয় এবং কাচের টুকরো চারপাশে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, চালক কেবিনে থাকা অবস্থায় রেডিওর মাধ্যমে যোগাযোগ রাখছেন এবং ট্রেন চালনা চালিয়ে যাচ্ছেন। তবে মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। আহত চালককে আনন্তনাগ রেলস্টেশনে থামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈগলটিকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরেও এমন ঘটনা ঘটেছিল। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দরে একটি ঈগল বিমানে ধাক্কা দেয়, যার ফলে বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট বাতিল হয়। ওই সময় এয়ারলাইন জানিয়েছিল, ঘটনা তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

এই ঘটনায় ট্রেন যাত্রীরা নিরাপদ থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top