বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

ভেনেজুয়েলায় পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের বিমান-হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত, গুলিবিদ্ধ সেনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৩:০৬

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে মার্কিন সেনারা জানিয়েছে, সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে।

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, "আমাদের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু তা উড়তে সক্ষম ছিল। পুরো অভিযান চলাকালে ওই বিমান সচল ছিল।" তিনি আরও জানান, অভিযানকালে মার্কিন আকাশ ও স্থল গোয়েন্দারা সেনাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে, যার ফলে তারা জটিল পরিস্থিতিতেও নিরাপদে চলাচল করতে পেরেছে।

অভিযান শেষে সেনারা যখন ভেনেজুয়েলা ত্যাগ করছিল, তখন কিছু আত্মরক্ষামূলক সংঘর্ষ হয়। সিএনএনের প্রতিবেদক জ্যাক ট্যাপারের সূত্রে জানা যায়, পাল্টা হামলায় কয়েকজন সেনা গুলিবিদ্ধ ও শার্পনেলের আঘাত পেয়েছেন, তবে কেউ জীবন-সংকটে নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফক্স নিউজকে জানিয়েছেন, "আমার মনে হয়, আমাদের কেউ নিহত হয়নি। কিছু সেনা আহত হয়েছিল, কিন্তু তারা মোটামুটি ভালো অবস্থায় ফিরে এসেছে। একটি হেলিকপ্টারও আঘাতপ্রাপ্ত হয়েছিল, তবে সেটিও নিরাপদে ঘাঁটিতে ফিরেছে।"

সূত্র: সিএনএন



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top