বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘গভীর উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৫:৫৩

সংগৃহীত

রাশিয়া ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে “গভীর উদ্বেগজনক ও নিন্দনীয়” হিসেবে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সশস্ত্র পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

রাশিয়ার মতে, হামলার জন্য যুক্তরাষ্ট্র যে অজুহাত তুলে ধরেছে তার কোনো শক্ত ভিত্তি নেই। বরং পরিস্থিতির স্থায়ী সমাধানের বদলে আদর্শিক বৈরিতা প্রাধান্য পেয়েছে। মস্কো স্পষ্টভাবে দাবি করেছে, ভেনেজুয়েলাকে বাইরের হস্তক্ষেপ ছাড়াই তার নিজস্ব ভাগ্য নির্ধারণের সুযোগ দিতে হবে।

রাশিয়া প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশবাহিরের দাবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রুশ ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভ বলেন, “বিশ্বের অধিকাংশ দেশই যুক্তরাষ্ট্রের এই অবৈধ পদক্ষেপ থেকে নিজেদের দূরে রাখবে।”

মস্কো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবিকেও সমর্থন জানিয়েছে। রুশ দূতাবাস জানিয়েছে, হামলায় তাদের মিশন ভবনের কোনো ক্ষতি হয়নি। ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং প্রেসিডেন্ট মাদুরোর অবস্থান নিশ্চিত করতে “জীবিত থাকার প্রমাণ” দাবি করেছে।

রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিবর্তে সংলাপের মাধ্যমে পরিস্থিতি সমাধানের ওপর তারা জোর দিচ্ছে এবং যেকোনো আলোচনায় সহায়তার জন্য প্রস্তুত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top