রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

বাংলাদেশি সন্দেহে ভারতীও শ্রমিককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪০

সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশ ও চেন্নাইতে বাংলাদেশি সন্দেহে বাঙালি মুসলিম শ্রমিকদের ওপর হামলার ঘটনা আরও একটি মাত্রিকতা পেয়েছে। অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার কোমারোলু এলাকায় গত বুধবার (২১ জানুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকার ৩২ বছর বয়সি মঞ্জুর আলম লস্কর নির্মমভাবে পিটিয়ে হত্যা হয়েছেন।

মৃত্যুর অভিযোগে তার পরিবার দাবি করেছে, মঞ্জুর প্রায় এক দশক ধরে ওই এলাকায় জরির কারিগর হিসেবে কাজ করতেন। স্থানীয় কিছু উগ্রবাদী গোষ্ঠী তাকে দীর্ঘদিন ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে এলাকা ছাড়ার হুমকি দিত। শেষ পর্যন্ত তাকে চুরির মিথ্যা অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়।

নিহত মঞ্জুরের বড় ভাই গিয়াসউদ্দিন লস্কর, যিনি স্থানীয় তৃণমূল নেতা, বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত অপরাধ। তার দাবি, প্রথমে ভাইকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ দাবির পর তাকে হত্যা করা হয়। হত্যার আগে মঞ্জুরের স্ত্রীকে ২৫ হাজার রুপি মুক্তিপণ দিতে ফোন করা হয়েছিল; পরিবারের পক্ষ থেকে ৬ হাজার রুপি পাঠানো হয়, কিন্তু শেষ পর্যন্ত মঞ্জুরকে রক্ষা করা যায়নি।

অন্ধ্র প্রদেশে বর্তমানে টিডিপি–জেএসপি–বিজেপি জোট সরকার ক্ষমতায় থাকায়, নিহতের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা অন্ধ্র প্রদেশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে। এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

অন্যদিকে, দক্ষিণ ভারতের চেন্নাইতে আরও এক বাঙালি শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। ২৯ বছর বয়সি আলমগীর মণ্ডল আটদিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রেললাইনের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হায়দরাবাদে কাজের উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন। যদিও রেলওয়ে পুলিশ এটিকে দুর্ঘটনা হিসেবে দেখছে, পরিবার হত্যার সন্দেহ প্রকাশ করেছে।

ভারতে সাম্প্রতিক কয়েক মাসে বাংলাদেশি সন্দেহে বাঙালি মুসলিম শ্রমিকদের ওপর একের পর এক হামলার ঘটনা ছড়িয়ে পড়ায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top