ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত রোম, উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত যানবাহন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭
ঝোড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিপর্যস্ত হয়ে উঠেছে ইতালির রাজধানী রোমের বিভিন্ন এলাকা। প্রবল বাতাসে উপড়ে পড়েছে বড় বড় গাছ, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন এবং ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন।
বুধবার (২৮ জানুয়ারি) রোমজুড়ে হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক সড়কে গাছ ভেঙে পড়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ব্যাপক যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় গাছ ভেঙে পড়ে পার্কিং করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও আবার গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি এলাকায় সতর্কতামূলকভাবে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
রোমের ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার দিনভর তারা বহু জরুরি উদ্ধার অভিযানে অংশ নেয়। ভেঙে পড়া গাছ ও বড় ডাল অপসারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশ ও সিভিল প্রোটেকশন বিভাগ যৌথভাবে কাজ করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত গুরুতর প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, লাজিও অঞ্চলজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কায় নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং গাছপালা বেষ্টিত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।