• *** জাতীয় *** জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে : রাষ্ট্রপতি *** জাতির পিতার পররাষ্ট্রনীতি আজও মেনে চলি : প্রধানমন্ত্রী *** সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী *** সারাদেশ *** দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নিহত ২ , আহত ৭ *** ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, প্রতিবেশী যুবক গ্রেপ্তার *** সারাবিশ্ব *** পাকিস্তানে তুষার ধসে ১১ জনের মৃত্যু *** ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


পুলিশ হেফাজতে সুচির আরো এক নেতার মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২১ ১০:৫৪

পুলিশ হেফাজতে সুচির আরো এক নেতার মৃত্যু

মিয়ানমারে অং সান সু চি'র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) -এর একজন নেতার পুলিশি হেফাজতে মারা গেছেন।

স্থানীয় সময় সোমবার (০৮ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সু চির দলের দুজন আটক অবস্থায় মারা গেলো।

বা মিয়ও থেইন নামের একজন সাংসদ জানান, এনএলডির নেতা জ' মিয়াত লিনকে স্থানীয় সময় সোমবার মধ্যরাত দেড়টার দিকে ইয়াঙ্গুন থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিরি পুলিশ হেফাজতে ছিলেন। তিনি আরো বলেন, মৃত ওই ব্যক্তি বিক্ষোভে অবিচ্ছিন্নভাবে অংশ নিয়েছিলেন। স্বজানরা এখন তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। তবে সামরিক বাহিনী বা পুলিশ এ নিয়ে কোন মন্তব্য করেনি।

এর আগে এনএলডির আরও এক এমপি পুলিশ হেফাজতে মারা গেছেন। গত শনিবার খিন মং লাত নামের ওই নেতাকে গ্রেফতারের পর তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তিনি ২০২০ সালের নির্বাচনে এনএলডির ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সু চিকে আটকের পর গেলে ফেব্রুয়ারীতে থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে মিয়ানমারে। ওর জের ধরেই এখন পর্যন্ত সামরিক বাহিনীর সাথে বিক্ষোভে মারা গেছে প্রায় ৬০ হাজার মানুষ।

সূত্র: আল জাজিরা

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top