সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

শাকসু নির্বাচন স্থগিতে হাইকোর্টে রিট, ইসি ঘেরাও কর্মসূচিতে ছাত্রদল

শাকসু প্রতিনিধি | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ।

রোববার (১৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সে নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাকসু নির্বাচন আয়োজন আইনসংগত নয়। অথচ আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে, যা নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপন্থী।

এদিকে শাকসু নির্বাচনের অনুমতি দিয়ে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। রোববার সকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

অন্যদিকে শাকসু নির্বাচন স্থগিতের দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচির প্রতিবাদে দুপুরে শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে তারা প্রস্তুত রয়েছেন।

এ সময় তারা আরও বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। নির্বাচন বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

এদিকে শাবিপ্রবি ক্যাম্পাসে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী জহিরুল ইসলাম বলেন, কেন্দ্রীয়ভাবে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই আমরা স্বাভাবিকভাবেই প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

ভিপি পদপ্রার্থী মুস্তাকিম বিল্লাহ বলেন, ছাত্রদল যে এ ধরনের কর্মসূচি দিয়েছে তা তিনি আগে জানতেন না। তিনি জানান, সকাল ৮টা থেকে তারা প্রচার শুরু করেছেন। প্রচারের সময় বাড়ানোর দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন একদিন সময় বৃদ্ধি করেছে।

তিনি আরও বলেন, “আমাদের প্যানেল শুধু ছাত্রদলের নয়, এখানে অনেক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। আমরা যারা স্বতন্ত্র, তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেব। কেন্দ্রীয়ভাবে আমাদের এমন কিছু বলা হয়নি যে নির্বাচন বন্ধ করতে হবে। আমাদের লক্ষ্য শাকসুতে ইতিবাচক পরিবর্তন আনা।”

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাবিপ্রবির ৬টি কেন্দ্রে ১৭৮টি বুথে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top