বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

ছয় কেন্দ্রে এগিয়ে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১০:০৫

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্রাথমিক ফলাফলে ছয়টি কেন্দ্রে বাংলাদেশ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

ঘোষিত কেন্দ্রগুলো হলো— ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ফার্মেসি বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি।

শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ৯০ ভোট এবং এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট।
অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট, জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ৪৫ ভোট এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮৫ ভোট।


ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১০২ ভোট।
ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ১১৮ ভোট, খাদিজাতুল কোবরা ৭৩ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৬ ভোট।


শিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট, জিএস আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস মাসুদ রানা পেয়েছেন ১৩০ ভোট।
ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ১৩২ ভোট, খাদিজাতুল কোবরা ৬২ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৬ ভোট।


ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৭৮ ভোট।
অন্যদিকে একেএম রাকিব পেয়েছেন ৫৩ ভোট, খাদিজাতুল কোবরা ২৬ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।


ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৬ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১১২ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট।
ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৯৪ ভোট, খাদিজাতুল কোবরা ৫৩ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮০ ভোট।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে
ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫১ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৪৬ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৪২ ভোট।
অন্যদিকে একেএম রাকিব পেয়েছেন ৩৯ ভোট, খাদিজাতুল কোবরা ১৮ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩০ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top