• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুরে এক শিক্ষার্থীর আত্মহত্যা

নীলফামারী থেকে | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২২, ২৩:২১

সৈয়দপুরে এক শিক্ষার্থীর আত্মহত্যা

নীলফামারী সৈয়দপুরে একাদশ শ্রেণিতে ভর্তির টাকা দিতে দেরি হওয়ায় রিফাত হোসেন (১৭) নামের এক শিক্ষার্থী নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত একই এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়ারা জানান, রিফাত হোসেন পরিবারের কাউকে না জানিয়ে প্রেম করে গত কয়েকদিন আগে বিয়ে করেন। এ নিয়ে তার পরিবার ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে কলহ চলছিল। এদিকে রিফাত এবারে এসএসসি পাশ করে স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়। ওই দিন সে তার বাবার কাছ থেকে ভর্তির টাকা চায়। টাকা দিতে দেরি হওয়ায় রিফাত তার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন ডাকাডাকি করেও সারা না দেয়ায় দরজা ভেঙ্গে দেখেন গলায় গামছা পেঁচিয়ে সে ঝুলছে। তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক কর্মকর্তা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায়। রমেকের জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্য ও পৌর ওয়ার্ড কাউন্সিলরের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top