শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:০৭

সংগৃহীত

মাদারীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর মাদারীপুর সদর জেলা পরিষদ জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, পৌর গোরস্থান জামে মসজিদ, পুরান বাজার জামে মসজিদ, চরমুগরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, উপশহর জামে মসজিদ, চকবাজার জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ ও মডেল জামে মসজিদসহ জেলার শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার উপজেলার সকল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মরহুম শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়। এ সময় মুসল্লিরা মহান আল্লাহর কাছে তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করেন।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর প্রতিনিধি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top