• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নীলফামারীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নীলফামারী থেকে | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ২২:৫৬

নীলফামারীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নীলফামারীতে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার সহ অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের তৃণমূলের মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। সৎ ও নিষ্ঠার সাথে এই কাজগুলো করতে পারলে দেশ এগিয়ে যাবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লানচু চৌধুরী, বাঙালিপুর ইউনিয়নের ডা. শাহজাদা সরকার, বোতলাগাড়ী ইউনিয়নের মনিরুজ্জামান জুন, খাতামধুপুর ইউনিয়নের মাসুদ রানা বাবু (পাইলট)। ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল লতিফ খান, ডিমলা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম সরকার, পশ্চিম ছাতনাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার সহ সাত ইউনিয়নের চেয়ারম্যানগণ। এরপর ডোমার ও কিশোরগঞ্জ উপজেলার চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্ব-স্ব চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করতে হাজারো সমর্থকের ভিড় দেখা যায়।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top