শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রথম আলো বার্তা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ পত্রিকা প্রকাশ হয়নি।

প্রথম আলো কর্তৃপক্ষ জানায়, রাতের হামলার কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হয়নি। পাঠকদের কাছে তারা এ জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করে অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে এখনও ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। যদিও আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়েনি, তবে আগুন দেওয়া ভবনের নিচতলায় প্রথম আলো প্রকাশনের কার্যালয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top