• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হয়রানী বন্ধে

জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাসের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫৫

লিলি রানী বিশ্বাসের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের কাশিয়ানীতে এশিয়া কাপ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানী এবং মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচন্ডী মন্দির কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচন্ডী মন্দির প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাস।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচন্ডী মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। এতে এলাকার হিন্দু-মুসলিম সহযোগিতা করে আসছেন। এছাড়া মন্দিরটি উন্নয়নের স্বার্থে আমি কাজ করছি।

কিন্তু মো: আব্দুর রাজ্জাক বিশ্বাস মন্দিরের পাশে বাড়ি করার পর থেকে মন্দিরের জায়গা দখলের পায়তারা শুরু করে। এসময় জমি দখলে বাঁধা দিলে বিভিন্ন লোকের সাথে জড়িত হয়ে আমার নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী শুরু করেন।

মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানী বন্ধসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ও মন্দিরের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচন্ডী মন্দির কমিটির সভাপতি রনজিত পোদ্দার, সাধারন সম্পাদক সবুজ কুমার মৃধা, সাবেক সভাপতি অমূল্য কুমার বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top