গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: সাতক্ষীরায় প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ
মোজাফ্ফর রহমান | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১১:৪৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, রামকৃষ্ণ চক্রবর্তী, মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। প্রতিবাদ কর্মসূচিতে সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার উপর ন্যাক্কারজনক আঘাত। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন না করলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।