সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে
ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৪:৩৩
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শক্তিশালী পারফরম্যান্সে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধেই একের পর এক গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রেখে আরও গোল যোগ করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।
বাংলাদেশ দলের ফরোয়ার্ড ও মিডফিল্ডাররা ছিল দুর্দান্ত ছন্দে, গোলরক্ষক ও রক্ষণভাগও ছিল নির্ভার। পুরো ম্যাচজুড়ে ভুটানকে কোনো সুযোগই দিতে পারেনি বাংলাদেশ।
এই বড় জয়ে টুর্নামেন্টে বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরবর্তী ম্যাচগুলোতেও একই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।