মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

নিউটনের তৃতীয় সূত্র চ্যালেঞ্জ, পঞ্চগড়ে এক কৃষি কর্মচারীর ৩০ বছরের অন্বেষণ !

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ১৪:৪৪

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক মানুষ—যিনি দাবি করছেন, নিউটনের বিখ্যাত মহাকর্ষ সূত্রের একাংশ পুরোপুরি ভুল! আফসার আলী, বয়স ৬৫, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক কর্মচারী। তিনি বলছেন—নিউটনের প্রথম সূত্র আংশিক সঠিক, দ্বিতীয় সূত্র পুরো সঠিক, কিন্তু তৃতীয় সূত্র—‘প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’—এটা কেবল কাল্পনিক যুক্তি।

তার মতে, আসল নিয়ম হলো—প্রত্যেক ক্রিয়ার ঘর্ষণ, বাধা আর প্রতিক্রিয়া থাকে। বাধা না থাকলে কোনো বস্তু নিজের জড়তার কারণে চলতে থাকে।

১৯৯৬ সাল থেকেই তিনি চেষ্টা করছেন জ্বালানি ছাড়াই ইঞ্জিন চালানোর প্রযুক্তি বানাতে। এজন্য তৈরি করেছেন ইউ-আকৃতির সিলিন্ডার, যেখানে পানি ও বায়ুর চাপ ব্যবহার করে শক্তি উৎপাদনের পরীক্ষা চালান। নিজের টাকায় একাধিক ছোট ডিজেল ইঞ্জিন কিনে গবেষণা করেছেন, এমনকি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

প্রায় ৩০ বছর ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান জাদুঘর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে তার সূত্র যাচাইয়ের আবেদন করেছেন, কিন্তু কেউ পরীক্ষা করেনি।

স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক বলছেন—তার দাবিগুলো প্রচলিত বিজ্ঞানের সাথে মেলে না, তবে প্রমাণ দিতে পারলে গুরুত্ব সহকারে দেখা যেতে পারে।

আফসার আলী আজও বিশ্বাস করেন—যদি সুযোগ দেওয়া হয়, তার গবেষণা বিশ্বে নতুন প্রযুক্তির পথ খুলে দিতে পারে। প্রশ্ন হলো—তিনি কি সত্যিই নিউটনের ভুল প্রমাণ করতে পারবেন?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top