শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

ভোলায় নির্বাচনি প্রচারণা কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, ২৭ আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৬:০৪

সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৭ নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে জামায়াতের একটি নির্বাচনি প্রচারণা দল ভোট চাইতে শ্লোগান দিতে গেলে বিএনপি কর্মী মো. আইয়ুব বাধা দেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার পর প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

আহতরা হলেন—জামায়াতের ১২ জন (মো. ফয়জুল্লাহ, মো. ইমন, মো. শাহ আলম, মো. রাতুলসহ) এবং বিএনপির ১৫ জন (মো. আইয়ুব, শিমু আকতার, কহেনুর আক্তার, মো. শামীমসহ)।

আহত বিএনপি নেতা মো. আইয়ুব অভিযোগ করেন, তিনি সকালে মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় জামায়াত কর্মীরা বাড়িতে ঢুকতে চায়। বাধা দিলে তাদের পক্ষ থেকে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে পার্শ্ববর্তী বাড়ির বিএনপি কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম বলেন, জামায়াতের হামলায় তাদের অন্তত ১৫ নেতা ও কর্মী আহত হয়েছেন। অপর দিকে, ভোলা-২ আসনে জামায়াতের প্রধান নির্বাচন পরিচালক মাকছুদুর রহমান অভিযোগ করেন, চৌকিদার বাড়িতে লিফলেট বিতরণ করার সময় বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, এতে ১২ জন আহত হন।পরে স্থানীয় যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top