বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

মিঠু মুরাদ | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৪

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেলাল হোসেন (২৫) নামে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরেওর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পাটগ্রাম–লালমনিরহাট মহাসড়কে ভুট্টা বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের অর্ধাংশে দাঁড়িয়ে থাকা দুইটি বালুবোঝাই ট্রাকের পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক। হঠাৎ করে সরকারেরহাট ফাঁড়ি সড়ক দিয়ে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি।

 

ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে নিহত হন পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেংকান্দা এলাকার আব্দুল জব্বারের ছেলে বেলাল হোসেন। এ সময় একই এলাকার আমির হোসেন (৪০) আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি রাস্তার পাশে রাখা আরও তিনটি মোটরসাইকেলকে পিষে দেয়। তবে সেখানে যাত্রী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা আর ঘটেনি। ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়।

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "মহাসড়কে দুইটি ট্রাক দাঁড়িয়ে থাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি চালক দেখতে পাননি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মোট চারটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top