মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে প্রেস ব্রিফিং
মাদারীপুর প্রতিনিধি: | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১২:৩৯

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিবছরের মতো এ বছরও মাদারীপুর জেলায় ৩,১০০টি কেন্দ্রে ৩৬৬,২৮৯ জন শিশু ও শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আবদুল্লাহ হির রাফি স্লাইড প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পেইনের লক্ষ্য ও কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় বক্তারা সকল সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে সফলভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করা যায়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এসএম খলিলুজ্জামান হিমু। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার কানিজ ফারহানা, সিনিয়র সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।