শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা মিডিয়া জীবন থেকে অব্যাহতি নিলেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯

সংগৃহীত

প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি ও জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা মিডিয়া থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছোট বয়সে অভিনয়ের মাধ্যমে সাড়া ফেলা এই শিশুশিল্পী এখন থেকে আর কোনো অভিনয় বা মডেলিংয়ে অংশ নেবেন না এবং জনসম্মুখেও নিজের মুখ প্রকাশ করবেন না। ইতোমধ্যেই তিনি নেকাব পরা শুরু করেছেন।

শনিবার দুপুরে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “লুবাবা নিজেই ধর্মীয় বই ও হাদিস অধ্যয়ন করে জীবনধারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় মিডিয়ায় কাজ করা সম্ভব নয় বলে সে অভিনয় ছেড়ে দিয়েছে।”

জাহিদা ইসলাম জানান, লুবাবা ইতোমধ্যেই কোরআন খতম করেছেন এবং এখন তার সময় কাটছে ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়নে। সোশ্যাল মিডিয়ায় কিছু প্রচারণার কাজ চালিয়ে যেতে পারেন, তবে সেটিও নেকাব পরে সীমাবদ্ধ থাকবে।

পরিবারের পরিকল্পনা অনুযায়ী, আগামী রমজান মাসে লুবাবা ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাত্রা করবেন।

উল্লেখ্য, দাদা আব্দুল কাদেরের অনুপ্রেরণায় ছোট বয়সেই শোবিজে পা রেখেছিলেন লুবাবা। তার চটপটে অভিনয় ও প্রকাশ্য চরিত্র তাকে কম সময়ে পরিচিতি এনে দিয়েছিল। তবে এখন সেই জগতকে বিদায় জানিয়ে ধর্মের দিকে মনোযোগ দিয়েছেন এই শিশুশিল্পী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top