রাজারহাটে নতুন উপজেলা বিএনপি কার্যালয় উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি: | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৪:৪১

কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা বাজারের থানা রোডে নতুন উপজেলা বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড: শফিকুল ইসলাম ও সদস্য সচিব সহিদুল ইসলাম। সভায় দলের ভবিষ্যৎ কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড: শফিকুল ইসলাম বলেন, "বিগত ১৭ বছরের শাসনামলে রাজারহাটে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতা-কর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছিল। এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে উপজেলা বিএনপির দলীয় কর্মকাণ্ড আরও বেগবান হবে।" তিনি আরও জানান, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করে আসছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।