পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
মিঠু মুরাদ | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৭:২০

লালমনিরহাটের পাটগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘আপনার চোখকে ভালোবাসুন’। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগ, যার সহযোগিতায় ছিল ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সজিব আহাম্মেদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির হেলথ এডুকেটর জান্নাতুল ফেরদৌস মাহিয়া, পলাশ চন্দ্র বর্মণ, চিকিৎসক, নার্স, বিভিন্ন এনজিও প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের সদস্য ও সাধারণ জনগণ।
বক্তারা চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নিয়মিত চোখ পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অনেক চক্ষুজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব।
দিবসটি উপলক্ষে বিনামূল্যে দৃষ্টি পরীক্ষা ও চক্ষু স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।