কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের জামতলা এলাকায়।
আটক রেদোওয়ান হোসেন (২০) ভুরুঙ্গামারী উপজেলার পাগলারহাট বাজারের নুরু বানিয়ারের ছেলে। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রেদোওয়ান কোরআন শরিফ অবমাননার সময় এলাকাবাসী তাকে দেখতে পেয়ে আটক করে গণধোলাই দেয়। পরে রাতে পুলিশ তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃত যুবক বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। আইনি প্রক্রিয়া প্রয়োজনীয় ধাপ অনুসারে চলছে।”
পুলিশ ঘটনা তদন্ত করছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।