খুলনায় জামায়াতে ইসলামী জেলা কমিটির ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৪:৫৮

খুলনা জেলা জামায়াতে ইসলামী কর্তৃক কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা ডাকবাংলো চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে ৫ দফা দাবিসহ স্মারকলিপি পেশ করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে স্মারকলিপি জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের হাতে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ তুলে দেন। তিনি দাবিসমূহের মধ্যে জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধকরণের বিষয় তুলে ধরেন।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সফল গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বর্তমান অন্তবর্তী সরকার গঠন হয়। সরকারের নেতৃত্বে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৮৪টি সিদ্ধান্ত আকারে গৃহীত হয়েছে।
জামায়াতে ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে। স্মারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদানের জন্য সংবিধান অনুযায়ী আদেশ জারি বা নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে খুলনা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা ও মহানগরী নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা আমীররা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।