মিরসরাইয়ে বিএনপি–জামায়াত সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৫:০৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি বিরোধ মীমাংসার উদ্দেশ্যে আসর নামাজের পর হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স মসজিদের সামনে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শুরু হওয়ার আগেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।
এ সময় জামায়াতের রুকন মাস্টার জাহিদ ও কর্মী মাস্টার জহির গুরুতর আহত হন। তাদের প্রথমে মস্তাননগর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে বিএনপি কর্মী হুমায়ূন দাবি করেন, তাদের ওপর আগে হামলা চালানো হয়। এতে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ এবং তিনি নিজেও আহত হন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।