রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

শিশু জিসান হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলা: ঘরে আগুন, তিনজন গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৫:১৫

ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় ৭ বছরের শিশু জিসান হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ও মন্ডল মিলের শ্রমিকরা অভিযুক্ত ফয়সালের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এর আগে নিহত জিসানের পিতা মো. আলমগীর হোসেন বাদী হয়ে ফয়সাল (২৫), তার পিতা জিএম হান্নান (৫২) ও মাতা মাহিনুর বেগম (৪৫)-এর বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন।

দিঘলিয়া থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকেই গ্রেপ্তার করেছে। থানার সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মন্ডল জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জিসানের ময়নাতদন্ত শেষে তার মরদেহ শেরপুরে গ্রামের বাড়িতে দাফন করা হবে। তিনি বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে।”

নির্মম এই হত্যার প্রতিবাদে দেয়াড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন শেখ আবু জাফর, অধ্যাপক মনিবুর রহমান, শেখ মাহবুব আলম, মোল্লা নাজমুল হক, মো. জহিরুল ইসলাম, জিয়াউদ্দিন মিলটন, মোল্লা রাজু আহমেদ, মাহামুদুল হাসান মিঠু, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল, হালিম খলিফা, রাজীব আহমেদ ও সোহেল জাফর মঈন। বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটির হাত-পা বাঁধা ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল বলে পুলিশ জানায়।

এর আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে জিসান পার্শ্ববর্তী চাচার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top