রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

নরসিংদীতে অবৈধ সিসা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৭ শ্রমিক

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৭:২১

ছবি: সংগৃহীত

নরসিংদীর পাঁচদোনা এলাকায় পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি অবৈধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত সাতজন শ্রমিক, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

গুরুতর দগ্ধ শ্রমিকরা হলেন, মোজাম্মেল হোসেন (১৯), পিতা কাদির মিয়া, দক্ষিণ শীলমান্দি, হোসেন আলী (২৪), পিতা সাদ্দাম মিয়া, তাইজুল ইসলাম (২৫), পিতা সাদ্দাম হোসেন

এ ছাড়া আরও চারজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতি উপেক্ষা করে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির কাজ পরিচালনা করে আসছে একটি চীনা প্রতিষ্ঠান। সকালে কাজ চলাকালে হঠাৎ কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে শ্রমিকদের পোশাক ও দাহ্য পদার্থে দগ্ধ হয়ে যান তাঁরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাঁদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও কর্তৃপক্ষের নীরবতায় অবৈধভাবে কারখানাটি পরিচালিত হয়ে আসছিল।”

পুলিশ ও ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত এবং কারখানার বৈধতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top